ইউটিউবে বন্ধ হচ্ছে পেইড চ‍্যানেল সেবা

আগামি ১ ডিসেম্বর থেকে পেইড চ‍্যানেলের ভিডিও দেখার সুবিধা বন্ধ করে দিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক নিউজ এজেন্সি ডেজনেট জানিয়েছে, সেবাটি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করলেও তা না পাওয়ায় ইউটিউব কর্তৃপক্ষ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে পেইড চ‍্যানেল সুবিধা উন্মোচন করেছিল ইউটিউব। এতে ন্যাশনাল জিওগ্রাফিক ও সিসেমি স্ট্রিটের মতো ভিন্ন চ্যানেলগুলোর কনটেন্ট দেখতে মূল্য পরিশোধ করতে হতো গ্রাহকদের।

পেইড চ‍্যানেলে থাকা ভিডিওগুলো ১ ডিসেম্বরের মধ‍্যে বিনামূল‍্যে দেখার সুবিধা করে দিতে হবে। তা না করা হলে ভিডিওগুলো মুছে দিবে ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই পরিবর্তনের ফলে ইউটিউব রেড সেবায় কোনও প্রভাব পড়বে না।

ইউটিউবের রেড সেবা হলো বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে এক্সক্লুসিভ প্রোগ্রাম দেখার সুবিধা। সেবাটি বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু রয়েছে।

আজকেরবাজার/এস