১ জানুয়ারি হচ্ছে পল্লীকবি জসীম উদ্দীনের জন্মদিন। ১৯০৩ সালে পহেলা জানুয়ারি জন্মেছিলেন এই কবি। আর কবির জন্মদিনে ইউটিউবে মুক্তি পাচ্ছে কবির 'কবর' কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কবর'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দেশের তরুণ নির্মাতা রাশিদ পলাশ।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাজধানীর একটি রেস্টুরেন্টে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ছবিটির নির্মাতা রশিদ পলাশ বলেন, 'আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শনের জন্য এ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আর এবার সকল দর্শকদের সামনে ছবিটি নিয়ে আসার জন্যই ছবিটি ইউটিউবে মুক্তি দেয়া হচ্ছে। ছবিটির মুক্তির জন্য কবির জন্মদিনের ক্ষণটিকে বেছে নিয়েছি আমরা।'
এই ছবিতে অভিনয় করেছেন চম্পা, তারিক আনাম খান, নওশাবা, সাদিয়া, মাহি প্রমুখ।
ইউটিউবে ছবিটি মুক্তির পরে টেলিভিশনে জমা দেওয়া হবে বলে জানান নির্মাতা। উল্লেখ্য, নতুন বছরের প্রথম মুহূর্তে রাত ১২টা ১ মিনিটে ছবিটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।
আজকের বাজার: সালি / ৩১ ডিসেম্বর ২০১৭