হালের জনপ্রিয় গায়িকা কর্নিয়া প্রথমবারের মতো বৈশাখের একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। যার মিউজিক ভিডিওতেও রয়েছেন তিনি। চমকপ্রদ তথ্য হচ্ছে, গানটির সঙ্গে নাচের মুদ্রা মিলিয়েছেন কর্নিয়া নিজেই।
আজ রোববার বাংলাঢোলের ব্যানারে প্রকাশ হয়েছে ‘পাওয়ার ভয়েস’-খ্যাত গায়িকার গান ‘নববর্ষ’। অনুরূপ আইচের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এর ভিডিও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
জানতে চাইলে কর্নিয়া বলেন, এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গে নাচতে খারাপ লাগেনি। নির্মাতা ও অন্যদের সহযোগিতায় গানটি সুন্দরভাবে দর্শকের সামনে হাজির করেছি। আমার পক্ষ থেকে সবার জন্য এই গানটি নববর্ষের উপহার।
‘নববর্ষ’ উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবক’টি মোবাইলফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এস/