চলচ্চিত্রের কৌতুক অভিনেতা চিকন আলী ইউটিউবের বিশেষ স্বীকৃতি ‘সিলভার বাটন’ পেয়েছেন। এটি মূলত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ হলে দেওয়া হয়।
ইউটিউবে চিকন আলীর ‘সি এ কমেডি চ্যানেল’-এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ১২ হাজার। চিকন আলী বলেন, ‘দেশের প্রথম কমেডিয়ান হিসেবে আমার চ্যানেলটি এ স্বীকৃতি পেলো। আমি কৃতজ্ঞ আমার সকল ভক্তদের প্রতি। একইসাথে ইউটিউব কর্তৃপক্ষের কাছেও।’
‘সি এ কমেডি’ চ্যানেলটি চালু করা হয় ২০১৬ সালের ২১ নভেম্বর। প্রথম আট মাসেই চ্যানেলটি ১ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে। বর্তমানে চ্যানেলটিতে ১৪৫টি ভিডিও রয়েছে।
২০০৬ সালে ‘রঙিন চশমা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিকন আলীর। তারপর ‘মনে প্রাণে আছো তুমি’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘এক টাকার দেনমোহর’, ‘লাভ ম্যারেজ’, ‘হিটম্যান’, ‘নিয়তি’ ও ‘বসগিরি’ ছাড়া আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭