ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি নবায়ন করেছেন ১৯ বছর বয়সী ইংলিশ লেফট-ব্যাক ব্রেন্ডন উইলিয়ামস। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ইউনাইটেডেই থাকছেন এই তরুণ ডিফেন্ডার।
মাত্র ৭ বছর বয়সে উইলিয়ামস ইউনাইটেডের একাডেমীতে যোগ দিয়েছিলেন। এরপর ইংল্যান্ডের অনুর্ধ্ব-২০ জাতীয় দলের এই খেলোয়াড় ইউনাইটেডের প্রথম দলে ৩৩টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছেন ১৭টি ম্যাচ।
নতুন চুক্তি প্রসঙ্গে উইলিয়ামস বলেছেন, ‘নতুন করে ক্লাবের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি করতে পারাটা আমার এবং আমার পরিবারের জন্য সত্যিই গৌরবের মুহূর্ত। সাত বছর বয়সে এখানে আসার পর থেকে মূল দলে খেলাটা ছিল স্বপ্নের মত। এখানে আসার পিছনে অনেক পরিশ্রম রয়েছে।’
এবারের মৌসুমে যে ১২জন একাডেমী গ্যাজুয়েট লিগে খেলার যোগ্যতা অর্জন করেছেন তার মধ্যে উইলিয়ামস অন্যতম। প্রথম মৌসুমেই তিনি ইউনাইটেড বস ওলে গানার সুলশারের নজড় কেড়েছেন। ৎ ক্লাবের ওয়েবসাইটে সুলশার বলেছেন, ‘তার সাথে নতুন চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। অভিষেকের পর থেকে সে যে পরিমাণ পরিশ্রম করেছে ও নিজের উন্নতির প্রমান দিয়েছে তারই উপহার এই নতুন চুক্তি।’