পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজকে সতর্কপত্র ইস্যু করেছে বিএসইসি। কোম্পানিটি যথাসময়ে আর্থিক হিসাব দাখিল না করায়, প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৫ ও ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল করেনি। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিকী, তৃতীয় প্রান্তিক এবং ২০১৭-১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (৩এ) লঙ্ঘন করেছে। কমিশনের ২০০৮ সালে নোটিফিকেশনও ভঙ্গ করেছে। যে কারণে বিএসইসি প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
জাকির/আজকের বাজার