চট্টগ্রামে রোববার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক রোকসানা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ ও সৈয়দ ফরিদুল ইসলাম; ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মো আব্দুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমান; ইউসিবির এসইভিপি ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ