পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে উচ্চ আদালত। কোম্পানিটির এজিএম আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সেনামালঞ্চ, ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,আর্থিক প্রতিবেদন সংক্রান্ত জটিলতায় নির্দিষ্ট সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারেনি ইউনাইটেড পাওয়ার। তাই এজিএমের জন্য প্রথমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও পরে হাইকোর্টের কাছ থেকে বাড়তি সময় নিয়েছিল কোম্পানিটি।
তাই হাইকোর্টের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৭ জানুয়ারি কোম্পানিটি এজিএম করবে।