ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন চালু সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ১৯ মার্চ, সোমবার চালু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ১৮ মার্চ, কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৫২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরএম/