রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘আমরা ৫টি লাশ উদ্ধার করেছি।’
রাত ৯টা ৫৫ মিনিটের দিকে করোনা ওয়ার্ডে আগুন লাগে এবং রাত ১০টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ৩টি দমকল বাহিনী কাজ করে।
কামরুল জানান, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন।
গুলশান বিভাগের পুলিশ কমিশনার সুদীপ কুমার ইউএনবিকে বলেন, হতাহতের ঘটনা ঘটেছে তবে নিহতের সংখ্যা সম্পর্কে তারা নিশ্চিত নন।
গত বছরের ফেব্রুয়ারিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হাসপাতালের নতুন ভবনের প্রথম তলায় স্টোররুমে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।