ইউনিফরম হবে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের

আগামী মাস থেকেই বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্ম পরিধান করতে হবে। কাস্টমসের কমিশনার, ডিজি থেকে শুরু করে সিপাহি পর্যন্ত সকলের জন্য নির্ধারিত পোশাক থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

গতকাল ৪ নভেম্বর শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কাস্টমসের রঙ ও স্বরূপ বদলাচ্ছে। আগামী ডিসেম্বরে সিপাই থেকে কমিশনার ও ডিজি পর্যন্ত ইউনিফর্ম পরিধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক কাস্টমসের উত্তম চর্চার অংশ হিসেবে এই ইউনিফর্ম পরিধানের ব্যবস্থা।

সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্যই এই ব্যবস্থা বলে জানান তিনি।

এতোদিন কেবল ইন্সপেক্টর ও সুপরিনটেন্ডেন্ট পর্যন্ত বাধ্যতামূলক ছিলো। তবে মেম্বার ও চেয়ারম্যানের জন্য ইউনিফর্ম অপশনাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনবিআর সদস্য ও এসোসিয়েশন সভাপতি খন্দকার আমিনুর রহমান। ইউনিফর্ম বিষয়ে উপস্থাপনা দেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. নুরুজ্জামান ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া

আজকের বাজার:এলকে/এলকে ৫ নভেম্বর ২০১৭