ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের অফিশিয়াল ক্যাম্পাস উদ্বোধন

বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’র (ইউসিবি) অত্যাধুনিক ক্যাম্পাসটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার ক্যাম্পাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চেয়ারম্যান বব কুন্দনমল বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক রূপান্তরে সহায়তায় ডা. দীপু মনির দূরদর্শিতা ও দৃষ্টিভঙ্গির জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ইউসিবি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে দিচ্ছে, যা দেশের শিক্ষার্থীদের জন্য কেবল ভবিষ্যতের সম্ভাবনাই উন্মোচন করছে না, পাশাপাশি দেশের বৈদাশিক মুদ্রার বহিঃপ্রবাহও উল্লেখযোগ্যভাবে কমতে সহায়তা করছে।’

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক জারিফ মুনির বলেন, ‘ইউসিবিতে শিক্ষা প্রোগ্রাম শেষ হলে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তির শতভাগ নিশ্চয়তা পায়।’

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং ইউসিবি’র গ্রুপসিইও ড. সন্দীপ অনন্তনারায়ণন। উল্লেখ্য, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠান। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান