ইউনিলিভার বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে।
৭ মার্চ রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেদার লেলেকে স্বাগত জানানো হয়।
এর আগে এ পদে দায়িত্ব পালন করেছেন কামরান বকর। তারই স্থলাভিষিক্ত হলেন কাদের লেলে।
কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং গণমাধ্যমের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাশ করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্যের বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।
আরএম/