অদ্য ১৫.০৯.২০২০ইং তারিখ ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর বীমা গ্রহীতা “ইকো কটন মিলস্ লি:” এর ১,৬০,০০,০০০/- (এক কোটি ষাট লক্ষ) টাকার অগ্নী বীমা দাবীর চেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সভাকক্ষে হস্তান্তর করা হয়। বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিআরএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো: জাকারিয়া হোসেন চেকটি ইকো কটন মিলস্ লি: এর ডিরেক্টর-অপারেশন এস. এ. জামিল এর নিকট হস্থান্তর করেন। এ সময়ে আইডিআরএ এর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।