শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ইউপি সদস্য পদে নির্বাচনী কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তারের অভিযোগে রাজিব আহাম্মেদ (৩৫) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার তিনআনী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
জানা গেছে, গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সামেদুল ইসলাম ফুটবল ও আবদুল বাক্কি মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দুই জন সমপরিমাণ ভোট পাওয়ায় ৭ ফেব্রুয়ারি সোমবার পুনরায় ওই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ঢুকে দায়িত্বরত পুলিশের সাথে অসদাচরণ ও বল প্রয়োগ করেন রাজিব নামে এক যুবক।
পরে পুলিশ কর্মকর্তা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।
রীতেশ কর্মকার, শেরপুর