ইউপে’র যাত্রা শুরু

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নতুন সেবা ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’ এর যাত্রা শুরু হয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটলে নতুন এ সেবার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আবজাল, প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন বলেন, ইউপে সর্বাধুনিক ডিজিটাল পেমেন্ট সার্ভিস। এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান হতে ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট করতে পারবে।

এ ই আব্দুল মুহাইমেন বলেন, প্রাথমিক পর্যায়ে ইউসিবিএলের গ্রাহকেরাই এ সেবা নিতে পারবে। পরবর্তীতে অন্য ব্যাংকের গ্রাহকদেরকেও এই সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে কোনো সুপারশপ বা এ জাতীয় অন্য কোম্পানিগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারবে।

তিনি বলেন, ইউপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে নগদ অর্থ বহন করতে হবে না। স্মার্টফোনকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত ব্যক্তিগত কমপিউটার ব্যবহার করে ইউপে গ্রাহকেরা তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে সকল প্রকার ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এক প্রশ্নের জবাবে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আবজাল বলেন, ইউপের মাধ্যমে সকল প্রকার ভোক্তা, কর্পোরেট ও সরকারি পেমেন্ট প্রদান করা যাবে। যেমন- কেনাকাটা, বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, ঋণ পরিশোধ, রেমিটেন্স, বিমা প্রিমিয়াম, বেতন পরিশোধ, ই-কমার্স প্রভৃতি। এছাড়াও ইউপের মাধ্যমে উপহার হিসাবে ডিজিটাল চেক প্রদান, ভাউচার ও রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট প্রভৃতি সম্পাদন করা যাবে।

আরেক প্রশ্নের জবাবে প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রাহকের নিরাপত্তার জন্য আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছে। চাইলেই কেউ এর মাধ্যমে প্রতারণা করতে পারবে না।

উল্লেখ, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

আজকের বাজার:এলকে/এলকে ১৭ অক্টোবর ২০১৭