ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি । আজ থেকেই তা কার্যকর হবে বলেও জাতিসংঘের পারমানবিক নজরদারি সংস্থাকে জানিয়েছে দেশটি।
এর আগে, সোমবার এক সমাবেশে এক লাখ ৯০ হাজার এসডব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আণবিক শক্তি সংস্থাকে নির্দেশ দিয়েছেন খামেনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপের ৩টি দেশ, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা হয়। কিন্তু গত মাসে তা ত্রুটিপূর্ণ বলে ওই চুক্তি বাতিল করে দেন ট্রাম্প।
তবে ইউরোপের দেশগুলো চুক্তিটি রক্ষার চেষ্টা চালাচ্ছে। ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর চলমান উত্তেজনার মধ্যেই এই নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।
আরজেড/