ইউরোতে সমর্থকদের উপস্থিতির গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছেন মিউনিখের মেয়র

আসন্ন ইউরো ২০২০’এর চূড়ান্ত পর্বের স্বাগতিক ১২টি শহরে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারে উয়েফার পক্ষ থেকে বারবার তাগাদা আসলেও মিউনিখের মেয়র বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানাতে পারেননি।
গত সপ্তাহে উয়েফা জানিয়েছে ১২টি শহরের মধ্যে চারটি শহর মিউনিখ, রোম, বিলবাও ও ডাবলিনের জন্য সমর্থক প্রবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করতে ১৯ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর এর মধ্যে তারা যদি এ ব্যপারে কোন সিদ্ধান্ত জানাতে না পারে তবে স্বাগতিকের তালিকা থেকে তাদের বাদ দেয়া হবে। বাকি আটটি শহর দর্শক উপস্থিতির বিষয়টি উয়েফাকে ইতোমধ্যেই নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে মিউনিখের মেয়র ডিয়েটার রেইটার বলেছেন, ‘আজকের পরিস্থিতি পর্যবেক্ষন করে আমি এটি বলতে পারি যে জুনের ইউরোর জন্য কোন দর্শক প্রবেশের অনুমতি আমি দিতে পারিনা। বিশেষ করে এখনকার করোনার ভেরিয়েন্টটা বেশ মারাত্মক।’
বিষয়টি নিয়ে রেইটার জার্মান ফুটবল ফেডারশেনের সভাপতি রেইনার কোচের সাথে আলোচনা করেছেন। বায়ার্ন মিউনিখের আলিয়াঁজ এরিনাতে ইউরোর আগেই পরীক্ষামূলক ভাবে কিছু ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেবার জন্য রেইনার পরামর্শ দিয়েছেন।
ইউরোর তিনটি গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালের ম্যাচ মিউনিখে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।