২০১২ সালের পর ইউরোপা লিগের শিরোপা পুনরুদ্ধার করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। অলিম্পিক মার্শেই’কে ৩-০ গোলে হারিয়ে ৩য় বারের মতো শিরোপা ঘরে তুললো তারা।
খেলা শুরু হওয়ার প্রথম ৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মার্শেইয়ের। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড ভালেহে। সুযোগ হাত ছাড়া করেননি গ্রিজম্যান। তাই ম্যাচের প্রথমার্ধের ২১তম মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে দেন দলকে।
চোট পেয়ে দিমিত্রির পেট মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় মার্শেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবারও গোল। কোকের অ্যাসিস্ট থেকে ব্যাবধান দ্বিগুন করেন গ্রিজম্যান।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেও গোল পায়নি প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনাল খেলা ফরাসি ক্লাব, মার্শেই। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে মার্শেইয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন গ্যাবি।
রাসেল/