ইউরোপা লিগের সেমির পথে আর্সেনাল

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএসকে মস্কোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের পথে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। অপর ম্যাচে স্পোর্টিং লিসবনকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের নয় মিনিটেই অ্যারন রামসির গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে মিনিট ছয়েকের মাথায় দারুণ এক ফ্রি-কিক শটে সিএসকে মস্কোকে সমতায় ফেরান রুশ মিডফিল্ডার আলেকসান্দ্রো গোলভিন। ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করে আর্সেনালকে আবারো এগিয়ে দেন আলেকজান্দ্রে লাকাজেতে। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-১ করেন অ্যারন রামসি। আর ৩৫ মিনিটে লাকাজেতের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে কোচ আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা।

আগামী বৃহস্পতিবার ফিরতি লেগে সিএসকে মস্কোর আতিথ্য নেবে দলটি।

অপর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনকে ২-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ এস্তাদিও ওয়ানডা মেট্রোপলিতানোতে ম্যাচের ২৩ সেকেন্ডেই এগিয়ে যায় দলটি।

প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ডিয়াগো কস্তার বাড়ানো বলে দারুণ ফিনিশিং জর্জে কোকের। প্রথমার্ধের শেষদিকে দলের দ্বিতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার অ্যান্তোনি গ্রিজম্যান।

আরএম/