ইউরোপীয়ান প্রতিযোগিতায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টটেনহ্যাম হটস্পারের বস হোসে মরিনহো। উয়েফা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পর্তুগীজ এই কোচ গত ২৯ অক্টোবর ইউরোপা লিগে স্পার্সদের ম্যাচটি দেরীতে শুরু করার জন্য অভিযুক্ত হওয়ায় নিষেধাজ্ঞার শাস্তিতে পড়েছেন। উয়েফার কন্ট্রোল, এথিক্স এন্ড ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে এক বছরের মধ্যে তার এই শাস্তির বিষয়টি উয়েফার নজড়ে থাকবে।
মরিনহোর পাশাপাশি টটেনহ্যামকে ম্যাচ দেরীর জন্য ২৫ হাজার ইউরোর পাশাপাশি উয়েফার আইন ভঙ্গের জন্য অতিরিক্ত আরো ৩ হাজার ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে।
বেলজিয়ামে অনুষ্ঠিত ইউরোপা লিগের ম্যাচটিতে স্পার্সরা ১-০ গোলে জয়ী হয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ-জে’র শীর্ষে রয়েছে।