ইউরোপীয়ান গোল্ডেন শ্যু অর্জন করলেন লিওয়ানদোস্কি

বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোল করে ২০২০-২১ ইউরোপীয়ান গোল্ডেন শ্যু পুরস্কার অর্জন করেছেন রবার্ট লিওয়ানদোস্কি। ইউরোপ জুড়ে ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার প্রদান করা হয়।

৩৩ বছর বয়সী পোলিশ তারকা লিওয়ানদোস্কি দ্বিতীয় জার্মান ভিত্তিক খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন। এর আগে ১৯৭১-৭১ সালে ইউরোপীয়ান গোল্ডেন শ্যু অর্জন করেচিলেন বায়ার্ন কিংবদন্তী গার্ড মুলার। মর্যাদাকর এই ট্রফি হাতে নেবার পর লিওয়ানদোস্কি বলেছেন, ‘এই পুরস্কারটি আমি তাদের প্রতি উৎস্বর্গ করতে চাই যারা প্রতিদিন আমার পাশে ছিল।’

২০১৫ সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৪৮ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই তালিকায় গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন লিওয়ানদোস্কি। বুন্দেসলিগার ২৯ ম্যাচ খেলে এই পুরস্কার অর্জনে তিনি সহজেই পিছনে ফেলেছেন লিওনেল মেসি (৩০) ও রোনাল্ডোকে (২৯)। এর আগে সর্বোচ্চ ছয়বার এই পুরস্কার অর্জন করেছেন মেসি।

লিওয়ানদোস্কি বলেছেন, ‘আমি আমার পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও পুরো বায়ার্ন দলকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সহযোগিতা ছাড়া আমি কখনই এই পুরস্কার জয় করতে পারতাম না। জীবনের মতই ক্রীড়াঙ্গনেও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়, সহযোগিতার মানসিকতা থাকতে হয়। এর মাধ্যমে অন্যের জন্য রোল মডেল হবার চেষ্টার করতে হবে। একটি দল হিসেবে আমরা যা অর্জণ করেছি তাতে আমি দারুন খুশী।’ তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান