জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইউরোপ সফরের উদ্দেশ্যে মঙ্গলবার টোকিও ছেড়েছেন। পাঁচদিনের এ সফরকালে একাধিক সম্মেলন এবং বেলজিয়ামে এশিয়া-ইউরোপ মিটিংয়ে (এএসইএম) অংশ নিতে তিনি স্পেন, ফ্রান্স ও ব্রাসেলস যাবেন।
টোকিও ছাড়ার আগে জাপানের এ নেতা বলেন, তার পাঁচদিনের সফরকালে তিনি বৈশ্বিক সংরক্ষণবাদের ব্যাপারে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে ‘মুক্ত, অবাধ ও আইনভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের’ ওপর বেশি গুরুত্ব দেবেন।
ইউরোপ সফরের প্রথম ধাপে অ্যাবে স্পেনে যাবেন। সেখান থেকে বুধবার ফ্রান্সে যাওয়ার আগে তার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।
এখানের একাধিক সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের সাথে জাপানের মুক্ত বাণিজ্য চুক্তিসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে অ্যাবে ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করবেন।
বৃহস্পতিবার অ্যাবে দু’দিনের এএসইএম সম্মেলনে অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাবেন।
এ সম্মেলনে সাইবার নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়সহ অনেক ইস্যু নিয়ে তার আলোচনা করার কথা রয়েছে। তথ্যসূত্র-বাসস।
আজকের বাজার/এমএইচ