তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না। খবর এএফপি’র।
ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোগানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে।’
তার বরাত দিয়ে ওই বিবৃতে বলা হয়, ‘সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবলমাত্র একটি ছোট অংশ গ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘তৃতীয় কোন দেশের নাগরিকদের তুরস্ক দায়িত্ব নেবে আপনি তা আশা করতে পারেন না।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে ফোনালাপের সময় বার্লিনের এ নেতার একই ধরনের অনুরোধ জানানোর এক দিন পর তুরস্কের এ রাষ্ট্র প্রধান এমন কথা পুনর্ব্যক্ত করলেন।