ইউরোপে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

ইউরোপে মহামারি করোনাভাইরাসে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। গ্রীনিচ মান সময় ১৭৪০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
বর্তমান বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ১৪ লাখ ৯৫ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছে এবং এক লাখ ৪০ হাজার ৯৬ জন মারা গেছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ২ লাখ ৩৪ হাজার ৯৮৭ জন প্রাণ হারিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৮ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। এরপর ব্রিটেনে ২৭ হাজার ৫১০ জন, স্পেনে ২৪ হাজার ২৮৪ জন, ফ্রান্সে ২৪ হাজার ৫৯৪ জন মারা গেছে।