ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার আহবান

ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া।

ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রগুলোকে আমেরিকার মূল ভূখণ্ডে ফিরিয়ে নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

২০ অক্টোবর শুক্রবার মস্কোয় পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

১৯৮৭ সালে আমেরিকার সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি (আইএনএফ) নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

সম্প্রতি আমেরিকা অভিযোগ করেছে, রাশিয়া ওই চুক্তি লঙ্ঘন করেছে। আমেরিকার পক্ষ থেকে ওই চুক্তির সম্ভাব্য লঙ্ঘনের ব্যাপারে মস্কোরও উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এর একদিন আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোচি’তে এক বক্তব্যে সতর্ক করে দিয়ে বলেছিলেন, আমেরিকা আইএনএফ থেকে বেরিয়ে গেলে রাশিয়াও তাৎক্ষণিকভাবে এই চুক্তি বাতিল করবে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ২১ অক্টোবর ২০১৭