আসন্ন ইউরো চ্যাম্পিয়নশীপের প্রতিটি ম্যাচই দর্শকের উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা করছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। করোনা মহামারীর কারনে গত বছর ইউরো ২০২০ আয়োজনের কথা থাকলেও এক বছর পিছিয়ে তা চলতি বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত ইউরোপের ১২টি ভিন্ন শহরে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উয়েফা জানিয়েছে কোন শহর যদি দর্শক উপস্থিতির পরিবর্তে দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বা বাধ্য হয় তবে হয়তবা তাদের থেকে সড়িয়ে ভিন্ন কোন ভেন্যুতে ঐ ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে। এজন্য প্রতিটি স্বাগতিক ভেন্যুতেই সতর্ক রাখার পরামর্শ দেয়া হয়েছে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন ক্রোয়েশিয়ান স্থানীয় এক পত্রিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের আসর কোনভাবেই দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে না।
সেফেরিন বলেন, ‘প্রতিটি স্বাগতিক শহরকেই দর্শকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোভিড পরিস্থিতি খুব বেশ অস্বাভাবিক হলে সেই শহরকে বাদ দিয়ে ১০ অথবা ১১টি শহরে নির্ধারিত ম্যাচগুলো আয়োজিত হবে।’ দর্শক উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্বাগতিক শহরগুলোকে ডেডলাইন বেঁধে দিয়েছেন উয়েফা। বিষয়টি নিয়ে ১৯ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করা হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান