ইউরোর বিপরীতে জাপানি ইয়েন ১৬ বছরের মধ্যে বুধবার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তবে ব্যাংক অব জাপান ইঙ্গিত দিয়েছে, নেতিবাচক সুদের হারের পরিবেশ থেকে সরে যাওয়ার পরেও মুদ্রা নীতি শিথিল থাকবে।
ইউরোর ইউনিট প্রতি মান বেড়ে দাঁড়িয়েছে ১৬৪.৪৮ ইয়েন। এতে ২০০৮ সালের পর থেকে ইয়েন সবচেয়ে দুর্বল অবস্থায় অবস্থান করছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব জাপানের (বিওজে) মধ্যে সুদের হারের পার্থক্য যথেষ্ট প্রশস্ত ছিল যাতে জাপান থেকে ব্যবসায়ীদের মনোযোগ স্থানান্তর রোধ করা যায়। (বাসস ডেস্ক)