বেলজিয়ামের পর দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে ২০২০ ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করে ফেলল রাশিয়া।
সাইপ্রাসের রাজধানী শহর নিকোসিয়ায় আগামী বছর ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করতে এদিন কেবল হার এড়াতে হত রাশিয়াকে। কিন্তু হারতে তো হয়ইনি, বরং সাইপ্রাসকে ৫ গোলের মালা পরিয়ে বেলজিয়ামের পর গ্রুপ- ‘আই’ থেকে দ্বিতীয় দল হিসেবে মূলপর্বে পৌঁছে রাশিয়া। ৮ ম্যাচে তাঁদের সংগ্রহ ২১ পয়েন্ট।
১০ জনের সাইপ্রাসকে হারাতে এদিন বিশেষ বেগ পেতে হয়নি চেরসভের দলকে। ম্যাচের ৯ মিনিটে ভ্যালেন্সিয়া স্ট্রাইকার ডেনিস চেরিসভের গোলে খাতা খোলে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। এরপর প্রথমার্ধের মাঝপথে ব্যবধান দ্বিগুণ করেন মাগোমেদ ওজদোয়েভ। ২৮ মিনিটে জঘন্য ফাউল করে কোস্তাস লাইফিস লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় সাইপ্রাসের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়।
নিউমেরিক্যাল সুপ্রিমে এগিয়ে থাকা রাশিয়া ম্যাচের তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৯ মিনিটে। গোল করেন আর্তেম জিউবা। এরপর আলেক্সান্ডার গলোভিন ও চেরিসেভের দ্বিতীয় গোলে ৫ গোলের বৃত্ত সম্পূর্ন হয় রাশিয়ার।
আজকের বাজার/ লুৎফর রহমান