ইউরো বাছাই: জয় পেল ফ্রান্স ও পর্তুগাল

কোয়ালিফায়ারের ম্যাচে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। পেনাল্টি থেকে অলিভিয়ের জিরুর করা একমাত্র গোলে এদিন আইসল্যান্ডকে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-‘এইচ’র দ্বিতীয়স্থানে গ্রিজম্যানরা।

অন্যদিকে ঘরের মাঠে লুক্সেমবর্গকে ৩-০ গোলে হারিয়ে মূলপর্বের দিকে কিছুটা এগোল পর্তুগাল। গোল পেলেন বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গন্সালো গুয়েদেস। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ-‘বি’র দ্বিতীয়স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, প্রত্যেক গ্রুপের প্রথম দুই স্থানাধিকারী সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি চারটি দলের টিকিট কনফার্ম হবে প্লে-অফের মাধ্যমে।

আজকের বাজার/লুৎফর রহমান