শেষ হলো ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। ১০টি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠেছে মূল পর্বে। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট ও অন্যান্য সমীকরণ বিবেচনায় রেখে আরও ১৬টি দল খেলবে প্লে-অফ রাউন্ড। এখান থেকে সেরা চারটি দল মূল পর্বে ২০ দলের সঙ্গে যোগ দেবে। ২০২০ সালের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ২৪টি দলের অংশগ্রহণে হবে টুর্নামেন্টের ১৬তম আসর।
২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ একটু ব্যতিক্রমী। কারণ নির্দিষ্ট একটি বা দুটি ভেন্যুতে নয়, বরং ইউরোপের ১৩টি দেশ একত্রে আয়োজন করবে। আয়োজক দেশসমূহ হচ্ছে- আজারবাইজান, বেলজিয়াম, ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্কটল্যান্ড ও স্পেন।
বাছাই পর্বে চারটি দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর মূল পর্বে জায়গা পেয়েছে। তারা হলো- ইউক্রেন, স্পেন, বেলজিয়াম ও ইতালি। এর মধ্যে বেলজিয়াম ও ইতালি গ্রুপের সবকটি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে।
১০টি গ্রুপ থেকে ইউরোর মূল পর্বে যারা :
এ গ্রুপ : ইংল্যান্ড (২১ পয়েন্ট), চেক প্রজাতন্ত্র (১৫ পয়েন্ট)
বি গ্রুপ : ইউক্রেন* (২০ পয়েন্ট), পর্তুগাল( ১৭ পয়েন্ট)
সি গ্রুপ : জার্মানি (২১ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৯ পয়েন্ট)
ডি গ্রুপ : সুইজারল্যান্ড (১৭ পয়েন্ট), ডেনমার্ক (১৬ পয়েন্ট)
ই গ্রুপ : ক্রোয়েশিয়া (১৭ পয়েন্ট), ওয়েলস (১৪ পয়েন্ট)
এফ গ্রুপ : স্পেন* (২৬ পয়েন্ট), সুইডেন (২১ পয়েন্ট)
জি গ্রুপ : পোল্যান্ড (২৫ পয়েন্ট), অস্ট্রিয়া (১৯ পয়েন্ট)
এইচ : ফ্রান্স (২৫ পয়েন্ট), তুরস্ক (২৩ পয়েন্ট)
আই গ্রুপ : বেলজিয়াম**(৩০ পয়েন্ট), রাশিয়া (২৪ পয়েন্ট)
জে গ্রুপ : ইতালি** (৩০ পয়েন্ট), ফিনল্যান্ড (১৮ পয়েন্ট)
আজকের বাজার/আরিফ