বুখারেস্টে অনুষ্ঠিত হলো আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরো ২০২০’র চূড়ান্ত পর্বের ড্র। প্রথমবারের মত ২৪টি দলের অংশগ্রহণে হবে এ টুর্নামেন্ট। ম্যাচগুলো ইউরোপের ভিন্ন ভিন্ন ১২টি শহরে অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের বাঁধা পেরিয়ে আসা দলগুলোর গ্রুপিং চূড়ান্ত হলেও এখনো প্লে-অফ ম্যাচ বাকি থাকায় সবগুলো দলের নাম পাওয়া যায়নি।
বাছাইপর্বে পারফরমেন্স অনুযায়ী টুর্ণামেন্টের সিডিংস :
পট ১ : বেলজিয়াম, ইতালি, ইংল্যান্ড, জার্মানী, স্পেন, ইউক্রেন
পট ২ : ফ্রান্স, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড, রাশিয়া
পট ৩ : পর্তুগাল, তুরষ্ক, ডেনমার্ক, অস্ট্রিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্র
পট ৪ : ওয়েলস, ফিনল্যান্ড, প্লে-অফের চার বিজয়ী দল।
আগামী মার্চে প্লে-অফের ম্যাচগুলো চারটি ভিন্ন ভিন্ন পাথে অনুষ্ঠিত হবে। প্রতিটি পাথের বিজয়ী দলগুলো চূড়ান্ত পর্বে জায়গা করে নিবে।
পাথ এ : বুলগেরিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, রোমানিয়া
পাথ বি : বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, নর্দান আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড
পাথ সি : নরওয়ে, সার্বিয়া, স্কটল্যান্ড, ইসরাইল
পাথ ডি : জর্জিয়া, বেলারুস, উত্তর মেসিডোনিয়া, কসভো।
এ পর্যন্ত চূড়ান্ত হওয়া দলগুলোর গ্রুপ লাইন-আপ :
গ্রুপ-এ : ইতালি (রোমে হোম ম্যাচগুলো খেলবে), পট ২ দল, পট ৩ দল, ওয়েলস অথবা ফিনল্যান্ড
গ্রুপ-বি : বেলজিয়াম, রাশিয়া (সেইন্ট পিটার্সবার্গ), ডেনমার্ক (কোপেনহেগেন), ফিনল্যান্ড অথবা ওয়েলস
গ্রুপ-সি : ইউক্রেন, নেদারল্যান্ড (আমাস্টারডাম), পট ৩ দল, প্লে-অফের বিজয়ী দল অথবা রোমানিয়া যদি বুখারেস্টে হোম ম্যাচে জয়ী হতে পারে তবে তারাই এই গ্রুপে জায়গা করে নিবে।
গ্রুপ-ডি : ইংল্যান্ড (লন্ডন), পট ২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ সি’র বিজয়ী দল
গ্রুপ-ই : স্পেন (বিলবাও), পট২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ বি’র বিজয়ী দল
গ্রুপ-এফ : জার্মানী (মিউনিখ), পট ২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ এ’র অথবা পাথ ডি’র বিজয়ী দল। যদি রোমানিয়া পাথ এ’তে বিজয়ী হয়।
আজকের বাজার/আরিফ