জাপানের পার্লামেন্ট বুধবার ইউশিহাইদে সুগাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
ভোট গণনা শেষে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা বলেন, ফলাফল অনুযায়ী আমাদের হাউস ইউশিহাইদে সুগাকে প্রধানমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আগস্টের শেষ দিকে জাপানের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারিরীক কারণে পদত্যাগের ঘোষণা দেন।
ধারণা করা হচ্ছে, তার উত্তরসূরী হিসেবে সুগা তারই নীতিসমূহের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবেন।