ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা বোর্ড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন দেশের তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুখমিলা জামান।
আজ বৃহস্পতিবার,১১ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩৪তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতভাবে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এদিন ব্যাংকের বোর্ড চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ইউসিবি’র অন্যতম উদ্যোক্তা পরিচালক, ইউনুসকো গ্রুপের চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ।
এছাড়া ইসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক।
রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম খান। অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র্য পরিচালক আখতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস।
আজকের বাজার:এলকে/এলকে/১১ মে,২০১৭