পুঁজিবাজারের অন্তর্ভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান। ২০১৭ অর্থ বছরের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংটি।
৩৫তম এজিএম-এ মিসেস রুকমীলা জামান, হাজী ইউনুছ আহমদ ও এম এ সবুর ইউসিবির পরিচালক হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। এছাড়া আফরোজা জামান ও মো. শাহ আলম ইউসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
৩৫ তম বার্ষিক সাধারণ সভা শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক ইউনুস আহমেদ। এছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন শিল্পোদ্যোক্তা আনিসুজ্জামান চৌধুরী।
ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক এম এ সবুর। অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক আখতার মতিন চৌধুরী।
আজকেরবাজার/এস