ইউসিবির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ৮০০ কোটি টাকার ফ্লটিং রেট নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৬৬৩তম সভায় বন্ডটির প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

জানা গেছে, বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, কুপন-বেয়াঅরিং ফ্লটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টায়ার টু এর ক্যাপিটাল বেইজ শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসাবে এমটিবি ক্যাপিটাল কাজ করছে।