ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন (ইউ) থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়ার চুক্তিতে শুক্রবার স্বাক্ষর করেছেন। এর আগে ব্রাসেলস-এর দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
জনসন টুইটারে জানান, ‘আজ আমি ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে যাওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছি।’