পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড শতভাগ রপ্তানিমুখী ইওএস টেক্সটাইলস লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার কিনবে। এর জন্য প্রয়োজন হবে ৪৮ কোটি টাকা। এর মধ্যে ৩০ কোটি টাকা কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে যোগান দেওয়া হবে। বাকী ১৮ কোটি টাকা পরিশোধ করা হবে কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো থেকে।
শনিবার শেয়ার কেনার বিষয়ে রাজধানীর একটি হোটেলে শাশা ডেনিমস ও ইওএস টেক্সটাইলসের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আগে শাশা ডেনিমসের ২০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা বিষয়টি অনুমোদন করেছিলেন। কোম্পানি সূত্র এই তথ্য জানা গেছে।
আরএম/