ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৬ আসামী নিহত

ইকুয়েডরের গুয়াকুইল নগরীর একটি কারাগারে শুক্রবার দাঙ্গা চলাকালে ছয় আসামী নিহত হয়েছে। দেশটির আইনি প্রক্রিয়া লঙ্ঘনের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ দাঙ্গা। খবর এএফপি’র।
এসএনএআই জাতীয় কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, গুয়াস-১ কারাগারের সেল ব্লকগুলোর একটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয়জন নিহত হয়।
সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, তাদের এজেন্টদের পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনী শুক্রবার বিকেলে ছড়িয়ে পড়া বিশৃংখলার আলোকে সেখানে নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছে।
ইকুয়েডরের গরুত্বপূর্ণ বন্দর নগরী গুয়াকুইলে বৃহৎ কারাগার কমপ্লেক্সের পাঁচটি অংশ রয়েছে। এসবের একটি হচ্ছে গুয়াস-১। নগরীটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
গত জুলাইয়ের শেষের দিকে গুয়াস-১ কারাগারে ছড়িয়ে পড়া এক দাঙ্গায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়।