ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার প্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শুক্রবার পদত্যাগ করেছেন।
দেশটির চারটি কারাগারে একের পর এক দাঙ্গায় ৭৯ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট লেনিন মরেনোর কাছে লেখা এক চিঠিতে পাট্রিসিও পাজমিনো বলেন, ‘মন্ত্রীত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমার নিজস্ব সিদ্ধান্ত।’
পরে এই চিঠি টুইটারে প্রকাশ করা হয়।
একইসঙ্গে পদত্যাগ করার কারণ হিসেবে পাজমিনো তার স্বাস্থ্যগত কারণের কথাও উল্লেখ করেন।
সোমবার দেশটির ন্যাশনাল এসেম্বলিতে পাজমিনোকে পুলিশ ও কারাগার প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে পাজমিনো গত নভেম্বরে দায়িত্ব নিয়েছিলেন।