কলম্বিয়া ও ভেনিজুয়েলার যাত্রীবাহী একটি বাস ইকুয়েডরে বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হয়েছে। এছা্ড়া আহত হয়েছে আরও ২২ জন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
কর্মকর্তার জানান, নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছে। তাদের দুর্ঘটনা সম্পর্কে দেশ দু’টির দূতাবাসকে অবহিত করা হয়েছে।
কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা বলেন, বাসটিতে বিদেশী লাইসেন্স প্লেট ছিল। কুইটো থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর রাস্তার পাশে তিনটি ছোট বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তিনি আরও বলেন, এতে আরো তিন শিশু নিহত হয়।
ক্রিস্টিয়ান রিভেরা টুইটারে বলেন, আমাদের জরুরি উদ্ধারকারী দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা নিহতদের পরিবরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কুইটোর দমকল বিভাগের কর্মকর্তা ভেরোনিকা তোয়াপান্তা বলেন, ভোরবেলা পিফো ও পাপালাকটা শহর দু’টির মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আজকের বাজার/এমএইচ