ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

ইকুয়েডরের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ২৫ আহত।

শনিবার একদল ভ্রমণকারী ভ্রমণ করতে বের হলে  বাসটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানা গেছে।

ইকুয়েডর ট্রাফিক কমিশন জানায়, স্থানীয় সময় বেলা ২টার দিকে জিপিজাপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

গত সপ্তাহেও গয়াস প্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর ৫৪ আহত হয়।

আরএম/