ইকুয়েডরের মধ্যাঞ্চলীয় প্রদেশ চিমবোরাজোতে রোববার একটি বাস উল্টে অন্তত পাঁচ জন নিহত ও আরো ২৭ জন আহত হয়েছে।
ইসিইউ ৯১১ জরুরি সংস্থা একথা জানিয়েছে।
কোলাম্বে শহরের প্রবেশ মুখে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রোববার রাত ৩টা ৪৬ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে একটি জরুরি কল আসে। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ওই দুর্ঘটনাস্থলে পাঁচটি অ্যাম্বুল্যান্স পাঠায়।
বাসটি দক্ষিণাঞ্চলীয় নগরী কুয়েনসা থেকে কেন্দ্রীয় রাজধানী কুইটো যাচ্ছিল।
সংস্থাগুলো জানায়, ‘আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা দেয়ার পর কোলটা ও রিওবাম্বা হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনাস্থলে দমকল বিভাগের দুটি উদ্ধারকারী ইউনিট ও জাতীয় পুলিশের চারটি টহল দল পাঠানো হয়েছে। তবে গাড়িগুলো না সরানো পর্যন্ত লাশগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ