ইকুয়েডরের প্রেসিডেন্ট ও বিক্ষোভকারী নেতারা রোববার সরাসরি আলোচনা শুরু করেছেন। আইএমএফ থেকে কয়েক বিলিয়ন ডলারের ঋণ পেতে কঠোর মিতব্যয়ী বিভিন্ন পদক্ষেপের কারণে রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রায় দুই সপ্তাহ পর তারা এ আলোচনা শুরু করলেন। খবর এএফপি’র।
ইকুয়েডরের বিক্ষোভকারীদের জোট কোনাইফের প্রধান জাইম ভার্গাস আলোচনায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট লেনিন মোরেনোর প্রতি আহ্বান জানান। বিক্ষোভ চলাকালে ‘ব্যাপক দমনপীড়ন’ চালানোর জন্য তিনি তাদের বরখাস্ত দাবি করেন।
তার এ অনুরোধের ব্যাপারে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। তবে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৪.২ বিলিয়ন ডলারের ঋণ পেতে করা চুক্তির অংশ হিসেবে জ্বালানির ভর্তুকি কমানোর তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আগ্রহী রয়েছেন। ঋণ পেতে ভর্তুকি হ্রাসের এ সিদ্ধান্তে এ সংকটের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানায়, লাগাতার বিক্ষোভের ১২ দিন পর রাজধানী কুইটোতে এ আলোচনা হয়। আলোচনাটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটিতে একের পর এক বিক্ষোভে ছয়জন নিহত ও ২ হাজার ১শ’ আহত হয়েছে।