টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ময়দানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের মুসল্লিরা। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আজ রবিবার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
তুরাগতীরে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভসহ বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার উপস্থিত ছিলেন এই মোনাজাতে। আজ বেলা ১২টার দিকে হওয়া আখেরি মোনাজাতে স্বশরীরে উপস্থিত থেকে দোয়া করেছেন সাকিব-নাফীসরা।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে পৌঁছে বিদেশি তাবুতে অবস্থান করেছেন সাকিবসহ অন্যান্য ক্রিকেটাররা। বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজের) সুরা সদস্য গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম নিশ্চিত করেন জাতীয় দলের ক্রিকেটারদের আগমনের খবর।
সায়েম আরও জানান, নিজামউদ্দিন মারকাজের সাদ অনুসারীদের আয়োজনে গত ১৭ জানুয়ারি (শুক্রবার) থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমার এ দফার আখেরি মোনাজাতে অংশ নিতে একদিন আগেই ক্রিকেটার মুশফিকুর রহীম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস ইজতেমা ময়দানে পৌঁছান। তবে মুশফিক শনিবার রাতে জরুরি প্রয়োজনে ইজতেমা ময়দান থেকে চলে গেছেন।
আজকের বাজার/আরিফ