ইজতেমা মাঠে কোয়ারেন্টাইনে ব্যবস্থা, দায়িত্বে সেনাবাহিনী

বেশিসংখ্যক মানুষকে কোয়ারেন্টাইনে রাখার জন্য তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সেখানে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, তারা (সেনাবাহিনী) ইজতেমা ময়দানটি মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করবে, এমনকি চিকিৎসাসেবা পরিচালনার দায়িত্বও পালন করবে।

কী ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, যতটুকু সম্ভব সব ধরনের ব্যবস্থা থাকবে। ওখানে তো এখনই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মেশিন নিয়ে যেতে পারবে না। কোয়ারেন্টাইন করার মতো যা লাগে সেটা আপাতত করা হবে।

আজকের বাজার / এ.এ