টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ইজতেমা ময়দানে তিন দিনে চারজনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া দুই মুসল্লি হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৫) এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের তত্ত্বাবধায়ক আদম আলী জানান, ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম নিজ নিজ তাঁবুতে মারা গেছেন।
ইজতেজায় নিযুক্ত চিকিৎসক জানান, তারা দুইজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে ইজতেমা ময়দানে দুপুরে রান্নার কাজ করার সময় গরম পানি পড়ে দুই মুসল্লি আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং বুধবার দিবাগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বর (৪০) একই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ