পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকা ক্যান্টনমেন্টে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, উৎসব হলে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।
এছাড়া ইজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।