ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

ফরিদপুরের এমপি ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুরে এ তথ্য গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ। মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।

গতকাল রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানা গেছে।