ইডেনের ছাত্রী আঁখি’র স্বপ্ন পূরণে এগিয়ে এলেন ওবায়দুল কাদের

জন্মগতভাবে দু’টি পা বাঁকা হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না ইডেন কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী আঁখি মনি। প্রায় ২০ বছর ধরে এমন দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তিনি। পারিবারিকভাবে অসচ্ছল মেধাবী এই ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আঁখির স্বাভাবিকভাবে হাঁটতে পারার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবার। ক’দিন বাদেই নিজ পায়ে ভর দিয়ে হাঁটতে পারবেন তিনি।

দুই পায়ে ত্রুটি নিয়ে টাঙ্গাইল জেলার সখীপুরের এক অসচ্ছল পরিবারে জন্ম হয় আঁখি মনির। চিকিৎসকরা জানিয়েছিলেন উন্নত চিকিৎসায় তার দুই পা স্বাভাবিক করা সম্ভব। কিন্তু আর্থিক দৈন্য’র কারণে তা আর হয়ে উঠেনি। শারীরিক অক্ষমতার পরও থেমে থাকেননি আঁখি। অদম্য প্রাণশক্তি নিয়ে পড়ালেখায় বরাবরই ভালো করেছেন তিনি। ভর্তি হন ইডেন কলেজে। তার এই অসহায়ত্বের খবর শুনে এগিয়ে আসেন ওবায়দুল কাদের।

আঁখি মনি’র চিকিৎসার সব দায়িত্ব নেন মন্ত্রী। প্রায় দেড়বছর ধরে ঢাকার পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছে। একটি পায়ের সফল অস্ত্রোপাচার শেষে কিছুদিন আগে আরেকটি পায়ের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোচার পরবর্তী অগ্রগতি দেখতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হাসপাতালে আঁখির শয্যাপাশে হাজির হন মন্ত্রী।

হাসপাতালের শয্যায় আবেগ আপ্লুত আঁখি পড়ালেখা শেষ করার অদম্য ইচ্ছা প্রকাশ করেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর পড়ালেখার দায়িত্বও নেন।

আঁখির মা সালমা আক্তার জানান, জন্মের পর অন্যদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না আঁখি। কিন্তু পড়ালেখায় খুব মনযোগি সে। পা দু’টি বাঁকা হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাকে। চিকিৎসার দায়িত্ব নেয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আজকরে বাজার:এনএল/এলকে ৫ ডসিম্বের ২০১৭